• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন

রাজবাড়ীতে মেয়র নজরুলের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দের পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল কর্তৃক সাংবাদিকদের মাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে জেলার প্রায় দুই শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি. এম.আবুল কালাম আজাদ এর কাছে -এ স্মারকলিপি প্রদান করা হয়।

রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি ইসাক আলি, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহমেদসহ অনেকে।

এতে বক্তারা বলেন, মেয়র নজরুল মন্ডলের মত খারাপ,কুরুচিপূর্ণ জনপ্রতিনিধি, বঙ্গবন্ধুর আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি হওয়ার যোগ্য নহে। তাকে বহিষ্কার করাসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ব্যবস্তা নেওয়ার জন্য জেলা প্রশাসক আবু কায়সার খান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, মেয়র নজরুল মন্ডল জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য্যে নেতাকর্মীদের নিয়ে জুতা পায়ে অট্টহাঁসিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর এ ছবিটি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়াসহ ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এটাকে কেন্দ্র করেই মেয়র সাংবাদিকদের মাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ