• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন

পাবনায় সুদের টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

দেশের আওয়াজ ডেস্কঃ / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে সুদের টাকার চাপে সিজল (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ জুলাই) উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পশ্চিম পাড়া ন্যাংড়ার দোকান এলাকায় ঘটনাটি ঘটে। সিজল ওই গ্রামের সাইদুল প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, সিজল তার অভিভাবকদের অজান্তে স্থানীয় আলেফ সরদার (৫০) কাছ থেকে টাকা নেয়। ওই টাকার সুদ-আসল কোনটাই পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পাওনাদার তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে।

এ অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে সিজল আত্নহত্যার চেষ্টা করেন। টের পেয়ে পরিবারের লোকজন তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ সিজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার উপপরিদর্শক শিতল জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ