সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরও ২জন। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার লালাখাল সারী নদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রুবেল হোসেন (২২)। তিনি উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
আহত দুজন হলেন—উপজেলার উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সারী নদী সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। এতে রুবেল, আব্বাস মিয়া ও মিজান মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত রুবেলকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে আহত অপর দুজন বিজিবির হাতে আটক হওয়ার ভয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পের কমান্ডারকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্তে গুলিতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।