বিভিন্ন সময়ে ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৪০ বাংলাদেশি তরুণ তরুণীকে ফেরত পাঠিয়েছেন ভারতীয় পুলিশ।বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা যশোর খুলনা ঢাকা কুমিল্লা ও ফরিদপুর সহ বিভিন্ন জেলার অধিবাসী। এদের মধ্যে ২০ জন নারী ও ২০জন পুরুষ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্র্রেশন ওসি আহসান হাবিব জানান, বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যেয়ে পশ্চিমবঙ্গের বনগাঁ কলিকাতা হাওড়ায় আটক হয় এসব বাংলাদেশিরা। পরে তাদের ঠায় হয় স্বেচ্ছাসেবী সংগঠন নিলুয়া কিশোরালয় ধ্রুবসহ বিভিন্ন শেল্টার হোমে। সেখানে ২ থেকে ১০ বছর অবস্থানের পর দেশে ফেরেন তারা। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রাইট যশোর মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস এন্ড কেয়ার নামে ৩ মানবাধিকার সংগঠনের মাধ্যমে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।
দেশে ফেরত আসা রিতু পাণ্ডে, নুর নাহার, তরিকুল ইসলাম ও রিয়াজ হোসেন বলেন, সীমান্ত পথে আত্নীয়ের বাড়িতে বেড়াতে যায় তারা। পরে পুলিশের হাতে আটক হয়। দেশে ফিরতে পেরে ভাল লাগছে তাদের। আর চোরাই পথে ভারতে যেতে চাননা তারা।