• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

কোরআন অবমাননা ইস্যুতে সুইডিশ দূতাবাসে আগুন দিলো ইরাকিরা

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

কোরআন অবমাননা ইস্যুতে ইরাকের বিক্ষোভকারীরা সুইডিশ দূতাবাসে আগুন দিয়েছে। এ পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় তারা বৃহস্পতিবার ভোরে বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়।

আবারও সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পড়ানোর যে পরিকল্পনা করা হয়েছে তার প্রতিবাদে এ ঘটনা ঘটায় ইরাকের বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার খুব সকালের দিকে শত শত মানুষ এই কূটনীতিক মিশনের দিকে এগিয়ে যায়। ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সাদর তার সমর্থকের প্রতি বিক্ষোভের আহ্বান জানানোর পর সুইডিশ দূতাবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

এ সম্পর্কে একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে যে বহু সংখ্যক বিক্ষুব্ধ মানুষ সুইডেনের দূতাবাসে হামলা চালাচ্ছে। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে দূতাবাসে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া উড়ছে। এ সময় নানান রকমের স্লোগান দেয় বিক্ষুব্ধ লোকজন।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ ও অগ্নিকাণ্ডের সময় দূতাবাসের কোনো কর্মকর্তা-কর্মচারী ক্ষতিগ্রস্ত হননি। তবে রয়টার্স এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।

সুইডেন সরকার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। আজ ওই কর্মসূচি পালন করবে কিছু উগ্রবাদী লোক। এর প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগ করা হলো।

সুইডেনে আশ্রয় নেওয়া এক ইরাকি নাগরিক গত মাসে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআনে আগুন দেয়। এ বিষয়ে সুইডেনের একটি আদালত থেকে অনুমতি নিয়েছিল ওই উগ্রবাদী। এর প্রতিবাদে মুসলিম বিশ্বে ক্ষোভ এবং নিন্দার ঝড় বয়ে যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ