নাটোরের লালপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব ৫ সিপিসি-২ এর সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়।
লালপুর উপজেলার মোহরকয়া বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০ হাজার, বালিতিতা ইসলামপুর এলাকায় ভূট্টু গুড় ভান্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০ হাজার, লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বেকারিকে পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫ হাজার, একই ধারায় ও বর্ষা আইসক্রিমকে ২৫ হাজার এবং অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০ হাজার টাকাসহ সর্বমোট এক লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।