লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ইতোমধ্যে শুরু হয়েছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। এবারের আসরে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্রীড়াবিদরা। মঙ্গলবার (১৮ জুলাই) যেখানে বিচ সকার ফুটবলে গ্রুপ বি এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ৪-৩ গোলে আলবিলেসেস্তেদের পরাজিত করে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। আর আজ আলাদা দুই ম্যাচে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে দুই দল।
টুর্নামেন্টটিতে আর্জেন্টিনা ও ব্রাজিল গ্রুপ বি থেকে অংশগ্রহণ করছে। যেখানে বাকি দল হচ্ছে উরুগুয়ে ও ভেনেজুয়েলা। গ্রুপ এ তে রয়েছে পানামা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও ইকুয়েডর।
আজ রাতে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুটি দল। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। উরুগুয়ে তাদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৮-৪ গোলে পরাজিত করে। অন্যদিকে ব্রাজিল ৪-৩ গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে।
তাই ১ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে উরুগুয়ে ও ব্রাজিল। ব্রাজিল ও উরুগুয়ের পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে উরুগুয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার অবস্থান চতুর্থ।