• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

একদফা দাবিতে আজও রাজধানীতে ৭ ঘণ্টা পদযাত্রা করেছে বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সরকারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের পদযাত্রার কর্মসূচি পালন করেছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য একদফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির পদযাত্রাটিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বুধবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে এ পদযাত্রা আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদর্শন করে যাত্রাবাড়ীর চৌরাস্তায় গিয়ে বিকেল সোয়া ৫টার দিকে পৌঁছায়। সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে এ পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে বিএনপির একদফা দাবিতে প্রথম কর্মসূচির সমাপ্তি ঘটে।

এদিকে গতকাল মঙ্গলবারের পদযাত্রায় মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আজকের পদযাত্রার পূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পদযাত্রায় আসা নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ পদযাত্রা মিছিল শুরুর সময় সম্মুখে ছিলেন।

আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রাটি শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হয়।

পদযাত্রা সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

পদযাত্রাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। তারা এই সরকারের অধীনে নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। অনেক নেতাকর্মীদের পিকআপ করে সাউন্ডবক্সে দলীয় গান বাজাতে দেখা যায়।

বিএনপির এ পদযাত্রায় নেতাকর্মীদের ঢল দেখা গেছে। রাস্তার পার্শ্বে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাসহ জনসাধারণ ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দিয়েছেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ