নির্বাচনের ফল ঘোষণার আগেই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকেলে ভোট শেষে নৌকার প্রার্থী আরাফাতের কার্যালয়ে আসেন নেতাকর্মীরা। ওই সময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এমনকি জয় নিশ্চিত হওয়ার আগেই মিষ্টি বিতরণ করা হয়েছে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া গণমাধ্যমকর্মীদের মাঝেও।
এদিকে, সংবাদ সম্মেলনে নিজের জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী দেখা গেছে মোহাম্মদ এ আরাফাতকে। তিনি বলেন, ‘ভোটার টানা আউটের পুরো চিত্রটি এখনো আমাদের হাতে আসেনি। আনঅফিসিয়াল খবর পাচ্ছি নৌকা ভোটে বিজয়ী হতে যাচ্ছে। আমরা জানতে পেরেছি।’
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘এ বিজয়ের মধ্যদিয়ে আমি মনে করি আমার দায়িত্ব আরও বেড়ে যাবে।’
পরে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে পুনরায় মিষ্টি বিতরণ করা হয়।উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের ১২৪ কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফল জানা গেছে। যেখানে নৌকা ১৫ হাজার ৬৩৩ ভোট ও একতারা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৩১৩ ভোট।
তবে ইতোমধ্যেই ভোটের ফলাফলে এগিয়ে থাকায় নেতাকর্মীদের মাঝে জয়ের আনন্দ দেখা গেছে। আওয়ামী লীগের জয় সুনিশ্চিত উল্লেখ করে তাদের মিছিলও করতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের ‘এই মাত্র খবর এলো, নৌকা মার্কা জিতে গেলো।’, ‘জিতেছে রে ভাই জিতেছে, নৌকা মার্কা জিতেছে।’- এমন স্লোগানও দিতে দেখা যায়।