ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অশান্তির কোনো ঘটনা দেখিনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। অশান্তির কোনো ঘটনা দেখিনি।
সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, এটা অন্যায়। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়া হয়েছে।
ইসি বলেন, ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। একটি কেন্দ্রে কিছু একটা ঘটেছে, তার মানে নির্বাচনে বিশৃঙ্খলা হয়নি। একজন স্বতন্ত্রপ্রার্থী সমর্থকদের নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে পুলিশকে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছি।
দিনভর বেশির ভাগ কেন্দ্র ফাঁকা থাকলেও মোট ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ঢাকায় ১৪ থেকে ১৫ শতাংশ ভোট পড়েছে। ১২৪ টি ভোট হয়েছে একটি কেন্দ্র কিছু একটা ঘটেছে। তার মানে নির্বাচন বিশৃঙ্খলা হয়নি।
শান্তিপূর্ণ ভোটে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলেও জানান ইসি আলমগীর।
নির্বাচন কমিশন রাজনৈতিক দলের অঙ্গ প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, রাজনৈতিক দলের এমন অভিযোগের বিষয়ে ইসি মো. আলমগীর বলেন, গণতান্ত্রিক দেশে এমন কথা বলার অধিকার সবার আছে। আমরা অঙ্গ প্রতিষ্ঠান হয়ে গেছি কি না তা নির্ধারণ করবে জনগণ।