সৌদি আরবের আল-হফুফ শহরের একটি আসবাব কারখানায় আগুনে পুড়ে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে চারজনই রাজশাহীর বাগমারার বাসিন্দা। অন্যদের মধ্যে দুজনের বাড়ি নওগাঁর আত্রাই, একজন নাটোর, একজন মাদারীপুর ও একজন ঢাকার সাভারে।
শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (১৫ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ৯ বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-রাজশাহীর বাগমারা উপজেলার বারইপাড়া এলাকার জফির উদ্দিনের ছেলে মো. রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: বিসি ০২৩৭০৫৫), একই এলাকার জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এই৬৩২৬৮৪১), শাহাদাতের ছেলে আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯) এবং বড় মাধাইমুরির কাতিলা এলাকার আনিসুর রহমান সরদারের ছেলে মো. ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ইই ০৫৮১২৭৪)।
নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুর, ভাংগা জাঙ্গালের রহমান সরদারের ছেলে বারেক সরদার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০), ঝনঝনিয়া শাহগুলা এলাকার আইজাক প্রামাণিকের ছেলে রমজান (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮)।
নাটোরের নলডাঙ্গার খাজুরা চান্দপুরের জনার্ধন বাড়ির দবির উদ্দিনের ছেলে মোহাম্মদ উবায়দুল (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯)।
মাদারীপুরের কালকিনির সস্তান ফাসিয়াটুলার ইউনুস ঢালীর ছেলে মো. জুবায়েত ঢালী (পাসপোর্ট নম্বর: বিডব্লিউ ০৬৭৩৪০৭)।
ঢাকার সাভারের হেমায়েতপুর-বলিয়ারপুর, নগরকুন্দার মৃত আলাউদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (ইকামা নম্বর: ২৫২৯৯২২৩২৬)।
আল-হুফুফ শহর দেশটির রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
আকামা নম্বর দেখে নিহতদের শনাক্ত করার পর তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস।