• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন

সৌদি আরবে নিহত ৯ জনের ৪ জনই রাজশাহীর

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সৌদি আরবের আল-হফুফ শহরের একটি আসবাব কারখানায় আগুনে পুড়ে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে চারজনই রাজশাহীর বাগমারার বাসিন্দা। অন্যদের মধ্যে দুজনের বাড়ি নওগাঁর আত্রাই, একজন নাটোর, একজন মাদারীপুর ও একজন ঢাকার সাভারে।

শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (১৫ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ৯ বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-রাজশাহীর বাগমারা উপজেলার বারইপাড়া এলাকার জফির উদ্দিনের ছেলে মো. রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: বিসি ০২৩৭০৫৫), একই এলাকার জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এই৬৩২৬৮৪১), শাহাদাতের ছেলে আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯) এবং বড় মাধাইমুরির কাতিলা এলাকার আনিসুর রহমান সরদারের ছেলে মো. ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ইই ০৫৮১২৭৪)।

নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুর, ভাংগা জাঙ্গালের রহমান সরদারের ছেলে বারেক সরদার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০), ঝনঝনিয়া শাহগুলা এলাকার আইজাক প্রামাণিকের ছেলে রমজান (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮)।

নাটোরের নলডাঙ্গার খাজুরা চান্দপুরের জনার্ধন বাড়ির দবির উদ্দিনের ছেলে মোহাম্মদ উবায়দুল (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯)।

মাদারীপুরের কালকিনির সস্তান ফাসিয়াটুলার ইউনুস ঢালীর ছেলে মো. জুবায়েত ঢালী (পাসপোর্ট নম্বর: বিডব্লিউ ০৬৭৩৪০৭)।

ঢাকার সাভারের হেমায়েতপুর-বলিয়ারপুর, নগরকুন্দার মৃত আলাউদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (ইকামা নম্বর: ২৫২৯৯২২৩২৬)।

আল-হুফুফ শহর দেশটির রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

আকামা নম্বর দেখে নিহতদের শনাক্ত করার পর তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ