• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন প্রবীর কুমার সরকার

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত পরিচালক প্রবীর কুমার সরকার পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৫ ফেব্রুয়ারি ২০০১ তারিখে সহকারী পরিচালক পদে যোগদান করেন।

তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) এবং পরবর্তীতে ২০১৩ সাল হতে ‘পরিসংখ্যান বিভাগ’-এ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

প্রবীর কুমার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ‘Bank of England’ কর্তৃক আয়োজিত ‘Event on Introduction to Modelling’ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি BIBM হতে Laws and Regulations in Banking’ বিষয়েও প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি পরিসংখ্যান বিভাগের ‘Sustainable Development Goal (SDG) Wing এবং ‘স্পেশাল স্টাডিজ এন্ড প্রজেক্ট উপবিভাগ’-এ দায়িত্বরত রয়েছেন।

তিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলা/থানাস্থ শশিকর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ