• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জে নারীর ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি, ২ যুবক গ্রেফতার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় এক নারীর (২২) অর্ধনগ্ন ছবি ও ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ-র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ রোববার (৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের আব্দুল মজিদের ছেলে মোস্তাকিন হোসেন (১৯) ও একই গ্রামের আব্দুল হানিফ আকন্দের ছেলে আব্দুর রহিম (১৯)।

এর আগে রোববার দিবাগত রাত ২টায় সলঙ্গা থানার দত্তকুশা উত্তরপাড়া গ্রামের মের্সাস তন্ময় ব্রিকস্ ফিল্ডের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফকারকৃত আব্দুর রহিম ও মোস্তাকিম মিলে এক নারীকে দিন যাবৎ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তারা ওই নারীকে যখন তখন কু প্রস্তাব দিতে থাকত এবং তাদের কথায় রাজি না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। পরবর্তীতে তারা সুযোগ বুঝে ভিকটিমের অর্ধনগ্ন ছবি ও ধর্ষণের চেষ্টার দৃশ্যের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে।

মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজের জের ধরে ওই নারীকে ২০ হাজার টাকা দাবী এবং শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় তারা। ধারণকৃত ভিডিও ফুটেজ বিভিন্ন প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওই নারী সলঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারায় মামলা দায়ের করেন। এই মামলায় দুই যুবককে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ