• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

শ্রাবন্তীর এই বিকিনি রূপে মুগ্ধ হবেন আপনিও

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

সুইমিং পুলের নীল জল দৃশ্যমান। খোলা চুল, আর হলদে বিকিনিতে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে দেখে হতবাক ভক্তরা। বোল্ড লুক আর তীক্ষ্ণ চাহনিতে ঘায়েল সকলেই। ছবির ক্যাপশনে লিখেছেন, নতুন কিছু শেখো, আলাদা করার চেষ্টা করো। নিজেকে বলো তোমার কোনো লিমিট নেই।

শুধু কি সাধারণ? তাকে দেখে বাকরুদ্ধ সতীর্থরাও। মিমি চক্রবর্তী আখ্যা দিয়েছেন, মামনি। ওদিকে সৌমিতৃষা লিখছেন, ইনস্টাগ্রাম জ্বলে যাবে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মৌনি রায় সকলেরই একই মন্তব্য, ভীষণ হট।

Srabonty

কয়েক বছর আগেও বিকিনিতে সচরাচর দেখা যেত না টলিপাড়ার নায়িকাদের। তবে দিন বদলেছে। টলিপাড়ার নায়িকারাও নিজেদের ভাঙছেন প্রতিনিয়ত। পোশাক নিয়ে ছ্যুৎমার্গ এখন আর নেই। সে প্রমাণ যেন দিলেন শ্রাবন্তী। সমালোচনা হয়েছে ঠিকই। তবে তিনি যে নিজের শর্তে বাঁচেন।

এমনিতে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দুজন একই আবাসনের বাসিন্দা। এর মধ্যেই আবার জিতু কমল ও নবনীতা দাসের সংসার ভাঙার জন্য কেউ কেউ তাকে দোষ দিচ্ছেন। যদিও নবনীতা ফেসবুক লাইভে এই জল্পনা একেবারেই নস্যাৎ করে দিয়েছেন। জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক তার।

Srabonty

অবশ্য শ্রাবন্তী এখন শুটিং নিয়ে ব্যস্ত। এখন তিনি কাজ করছেন ‘আমি আমার মতো’ সিনেমায়। এ ছাড়া আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে তাকে। আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ