রাজশাহীর বাগমারায় পানিতে ডুবে সিয়াম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একই এলাকার অধ্যক্ষ মাওঃ আলতাফ হোসেন জানান, রোববার দুপুরের দিকে নিহতের বাবা জাহাঙ্গীর কৃষি কাজে বাড়ি থেকে মাঠে যায়। মা রান্নার কাজ করছিল। সে সময় ছেলে বাড়ির বাইরে যায়। মা ছেলেকে বাইরে যেতে দেখে তাৎক্ষণিক তিনিও খোঁজে বের হয়।
এর অল্প সময়ের মধ্যে ছেলেটিকে খোঁজাখুজি করে খোঁজ মিলে না। ছেলেকে না পেয়ে মা কান্নাকাটি করতে থাকে। এসময় বাড়ির সংলগ্ন একটি পুকুরে সন্দেহ করে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা খোঁজতে নেমে মৃত অবস্থায় শিশু ছেলেটি পানি থেকে উদ্ধার করে। ছেলে সিয়ামের অকাল মৃত্যুতে পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।