• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন

পাকিস্তানের বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতে উচ্চ পর্যায়ের কমিটি

ক্রীড়া ডেস্কঃ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের আলোচিত বিষয় ভারত-পাকিস্তান সম্পর্ক। প্রথমে এশিয়া কাপ নিয়ে দুই দেশের দ্বন্দ্ব শুরু হলেও তা এখন গড়িয়েছে আসন্ন আইসিসি বিশ্বকাপ-২০২৩ এ। দুই দেশের পুরনো রাজনৈতিক বৈরিতা থেকেই এসবের সূত্রপাত এমনটাই মনে করেন অনেকে। এদিকে ক্রিকেটের মেগা টুর্নামেন্টে বাবর আজমদের খেলা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেশটির প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

সাম্প্রতিক অতীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সিদ্ধান্তই মেনে নেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে আয়োজিত হবার কথা থাকলেও তাতে রাজি হয়নি রোহিত শর্মাদের বোর্ড। পরে হাইব্রিড মডেলের বিরধিতা স্বত্বেও টুর্নামেন্টে খেলার মত দিয়েছে তারা।

বিশ্বকাপেও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। এমনকি দুইটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধেও সাড়া দেয়নি বিসিসিআই। এমন অবস্থায় দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সংশয় এখনো কাটেনি।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। বাবর আজমরা ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে কিনা এ বিষয়ে সকল সম্ভাবনা খতিয়ে দেখে সিদ্ধান্ত দিবে বলে জানা গেছে। আর এই কমিটির প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারীকে।

গণমাধ্যমের খবর অমুযায়ী। এ কমিটিতে সবাই মন্ত্রী। বিশ্বকাপ খেলতে যেতে চেয়ে পিসিবির দেয়া চিঠির উত্তরেই এমন ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ তাদের খেলা বিষয়েও প্রয়োজনীয় তদারকি এ কমিটি করবে বলে জানা গেছে।

উচ্চ পর্যায়ের এ কমিটির দেয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে জানা গেছে। উল্লেখ্য, সরকারপ্রধান হবার পাশাপাশি শাহবাজ শরীফই পিসিবির প্রধান পৃষ্ঠপোষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ