বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধি দলের সদস্যরা ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তাদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন।
প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো রোববার (৯ জুলাই) ভোরে চার সদস্যসহ ঢাকায় পৌঁছেন। এর আগে শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় প্রতিনিধি দলের দুই সদস্য ঢাকায় পৌঁছান।
ঢাকায় সফরকালে তারা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, প্রতিনিধি দল সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সরকারকে তাগিদ দিয়ে আসছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৬ জন পার্লামেন্ট এমপি বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে সম্প্রতি একটি চিঠিও দিয়েছেন। সে কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এই সফর বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২০১৪ সালের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। আর ২০১৮ সালের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য নির্বাচন কমিশন আমন্ত্রণ জানালেও ইইউ পর্যবেক্ষক না পাঠিয়ে দুজন বিশেষজ্ঞ পাঠায়।