ভারতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ভারতের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এক সাক্ষরিত চিঠিতে জানিয়েছেন যে আজকে শনিবার তাদের দেশে পঞ্চায়েত নির্বাচন তাই আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রবিবার সকাল থেকে আগের নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, ভারতে পঞ্চায়েত নির্বাচনের কারনে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।