• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন

ভারতে পঞ্চায়েতে ভোটগ্রহণ চলছে, ৫ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৮ জুলাই, ২০২৩

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। শনিবার (৮ জুলাই) সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে পঞ্চায়েত ভোটের কারণে ভারতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত ভোটের কারণে বেনাপোল, পেট্রাপোল ও হিলিসহ ৫ স্থলবন্দরে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার।

২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজা ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন এ নির্বাচনে।

এতে ভোটাধিকায় প্রয়োগ করবেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার। নির্বাচনের ফলপ্রকাশ করা হবে ১১ জুলাই।

ইতোমধ্যে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গড়ে ১০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট গ্রহণ চলছে বাকি আসনে। এই নির্বাচনে গোটা রাজ্যে ভোট নেওয়া হচ্ছে মোট ৭৩ হাজার ৮৮৭ আসনে। এর মধ্যে রয়েছে ৩৩১৭টি গ্রাম সভার ৬৩ হাজার ২২৯ আসন; ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসন; এবং ২২ জেলা পরিষদের ৯২৮ আসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ