• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫

দেশের আওয়াজ ডেস্কঃ / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে ৩ জনসহ মোট ৫জন নিহত হয়েছেন।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে তিনজন আরসা সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন- ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন(২৪),এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ। অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শুক্রবার (৭ জুলাই) ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি-১৭-১৮ সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর।

তিনি জানান, দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়৷ আমাদের টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনই আরসা সদস্য। আহত হন অনেকে। তাদের উদ্ধার করে ক্যাম্পস্থ এনজিও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে এপিবিএন পুলিশ অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে । এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ