• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন

আরপিও নিয়ে সিইসি প্রেস ব্রিফিংয়ে আসছেন ৯ জুলাই

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে মুখ খুলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ৯ জুলাই এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন তিনি।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক বৃ্হস্পতিবার সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।

আশাদুল হক জানান, ৯ জুলাই বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ে প্রেস ব্রিফিং করবেন। ব্রিফিং অনুষ্ঠানটি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে অনুষ্ঠিত হবে।

বুধবার আইন আকারে জারি হওয়ার আগে জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি কাজী হাবিবুল আউয়াল।

তিনি ওইদিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা আপনাদেরকে বলবো। বিস্তারিত আপনাদের প্রশ্নের জবাব দেব। বিলটা সম্পর্কে একটু আইন হতে দেন। এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। ধন্যবাদ।

এর একদিন পরই প্রেস বিফিং করার ঘোষণা দিল ভোট আয়োজনকারী সংস্থাটি।

ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে মঙ্গলবার।

বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ