সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসীতে র্যাব-১২ সদস্যদের অভিযানে ১ হাজার ৭৪০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক রিনা বেগম (৪৫) সদর উপজেলার শেলাবাড়ি গ্রামের ইনসাফ আলীর স্ত্রী।
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম জানান, গত সোমবার রাতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গ্রাম পাঙ্গাসীতে মাদক বিরোধী অভিযান চালায়।
তখন ১ হাজার ৭৪০ পিচ ইয়াবাসহ ঐ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। তখন তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রিনা বেগম জানান, দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
মঙ্গলবার সকালে আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।