• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ অপরাহ্ন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ছাড়

দেশের আওয়াজ ডেস্কঃ / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ জুলাই পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

সোমবার (৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি চারটি ব্যাংকের মাধ্যমে চেক ছাড় করা হয়। এদিনই শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। অনুদান বণ্টনকারী আটটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালি ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ