• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন

সোনামসজিদ দিয়ে এলো আরো ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪ ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন (৩৭ দশমিক ৯৪ মেট্রিক টন) কাঁচা মরিচ প্রবেশ করেছে।
সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত নিত্যপণ্যটি বোঝাই ট্রাকগুলো আসে।

ফলে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এর আগে সপ্তাহজুড়ে ৭০০-৮০০ কেজি দরে বিক্রি হয়েছে খুচরা বাজারে। বিকেলে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হয়েছে ১০০-৩০০ টাকা কেজি মূল্যে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৭ দশমিক ৯৪ মেট্রিক টন কাঁচা মরিচ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (৪ জুলাই) আরও ট্রাক ভারত থেকে দেশে ঢুকবে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, দুপুর থেকে কাঁচা মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। বিকেল ৬টা পর্যন্ত ৪টি ট্রাক পানামায় প্রবেশ করেছে। এর আগে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সর্বশেষ ২৬ জুন কাঁচামরিচ আমদানি করেছিলেন ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ