• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫১ অপরাহ্ন

ফায়ার সার্ভিসের ড্রাইভার সিরাজুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ জুলাই, ২০২৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ড্রাইভার মো: সিরাজুল ইসলাম গতকাল শনিবার দুপুর ১টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি ১৯৯৪ সালের ১৫ ফেব্রুয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ড্রাইভার পদে যোগদেন। তার বাড়ি নওগাঁ জেলার রজাকপুর এলাকায়। মৃত্যুকালে ১টি পুত্র ও ১টি কণ্যা, স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । গতকাল শনিবার বাদ আসর রাজকপুর ঈদগাহমাঠে তার নামাজে জানাযা শেষে নওগাঁ কেন্দ্রীয় মুসলিম গোরস্থানে দাফনকার্য সম্পর্ন হয়। এদিকে তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁ স্টেশনের উপসহকারী পরিচালক মাহামুদুল হাসান , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফসহ অত্র স্টেশনের লিডার, ড্রাইভার, ডুবুরী, ফায়ারফাইটারবৃন্দ।

জানা গেছে, সিরাজুল ইসলাম গতকাল শনিবার নিজ কর্মস্থল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর থেকে ঈদের ছুটিতে বাড়ি যান। এরপর ১২টা ২৫ মিনিটে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ