• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

তানোরে মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

আশরাফুল আলম , তানোর থেকেঃ / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১ জুলাই, ২০২৩

রাজশাহীর তানোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার সকালে তানোর-মুন্ডুমালা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের প্রাণপুর পাঠাকাটা গ্রামের মৃত হাজি মনির উদ্দীনের ছেলে।

আহত হন ৩ জন। তারা হলেন- তানোর পৌর সদরের কুঠিপাড়া গ্রামের লিয়াকতের ছেলে সাব্বির (১৬) ও মেয়ে লিজা (১৮) এবং একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে তফিকুল আলম (১৫)।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে বুধবার (২৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের যোগিশো মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবুল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার গুবিরপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

ওই ঘটনায় অপর মোটরসাইকেলে আরোহী তানোর সদরের তানোরপাড়ার এলাকার মৃত ইসরাইলের ছেলে রাফিকুল (৪৬) ও পথচারী যোগিশো গ্রামের লোকমানের ছেলে রাজিব (৩০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ