• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন

উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৬ জুন, ২০২৩
ছবি: কেসিএনএ

রাজধানী পিয়ংইয়ংয়ে বিশাল গণসমাবেশ করেছে উত্তর কোরিয়া। সেখানে অংশ নেওয়া হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য প্রতিশোধের যুদ্ধ ঘোষণা করেন ও স্লোগান দেন। কোরীয় যুদ্ধের প্রাদুর্ভাবের ৭৩তম বার্ষিকী উপলক্ষে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এমন খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, রোববার রাজধানীজুড়ে অনুষ্ঠিত সমাবেশে ১ লাখ ২০ হাজারের বেশি শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থী অংশ নেয়।

কেসিএনএ প্রকাশিত ছবিগুলোতে একটি লোকভর্তি স্টেডিয়াম দেখা গেছে। এতে অংশ নেওয়া লোকদের হাতে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। তাতে লেখা ছিল- ‘পুরো যুক্তরাষ্ট্র আমাদের শুটিং রেঞ্জের মধ্যে’ এবং ‘সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী’।

গত ৩১মে উত্তর কোরিয়া তাদের প্রথম সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করে। তবে সেটি ব্যর্থ হয়। খুব শিগগিরই তারা আবারও এটি উৎক্ষেপণ করতে পারে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রসহ শত্রু দেশগুলোর কার্যক্রমে নজর রাখতেই এমন উপগ্রহ তৈরি করছে উত্তর কোরিয়া।

কেসিএনএ প্রতিবেদনে বলেছে, উত্তর কোরিয়ার কাছে এখন মার্কিন সাম্রাজ্যবাদীদের শাস্তি দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র রয়েছে। এখানকার মানুষ শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদগ্রীব হয়ে আছে।

পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া তার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পরীক্ষা করছে। এছাড়াও অনেক দিন ধরে দক্ষিণ কোরিয়া ও তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পৃথক প্রতিবেদনে উত্তর কোরিয়া বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ