রক্ষাগোলা সদস্য পরিবারেরসমূহের মাঝে মাতৃ ও শিশু স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়েছে। অভীষ্ট জনগোষ্ঠীর এই অজ্ঞতার কারণে গর্ভবতী মাতৃ স্বাস্থ্য ও নবজাতক শিশুর বিভিন্ন ঝুঁকি নিরসনে তারা ব্যর্থ হয়। এই প্রশিক্ষণ মাতৃ ও শিশু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে আজ রবিবার ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর আর্থিক সহায়তায় এবং সিসিবিভিও-রাজশাহী পরিচালিত রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের পরিচালনা কমিটির মনোনীত প্রতিটি সংগঠন থেকে একজন নারী ও একজন পুরুষ সদস্যের অংশগ্রহণে দিনব্যাপী রক্ষাগোলা সংগঠনের সদস্যবৃন্দের মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা শীর্ষক প্রশিক্ষণ (১ম ব্যাচ) কাকনহাট শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রাথমিক পর্যায়ের ১০টি রক্ষাগোলা সংগঠনের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিবিভিও শাখা কার্যালয়ের ইনচার্জ মো: নিরাবুল ইসলাম। প্রশিক্ষণে সহায়ক ও প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মান্ডইল কমিউনিটি ক্লিনিক ফ্যামিলি ওয়েলফেয়ার এ্যাসিসট্যান্ট হাসনা আরা খাতুন। প্রশিক্ষণে সার্বিক দায়িত্ব পালন করেন সিসিবিভিও-এর নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা হেম্ব্রম।
প্রশিক্ষণে আলোচ্য বিষয় ছিল প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সেবা, সেবাযত্নের ধরণ, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, প্রসবের পর শিশুর সেবাযত্ন ও শিশুর টিকাদান, নবজাতক শিশুর কিছু সাধারণ সমস্যা ও ব্যবস্থাপনা, শিশুর বিকাশকালীন পরিবর্তন ও অভিভাবকের সতর্কতা, শিশুর বিকাশ ও প্রারম্ভিক শিক্ষায় পরিবারের সদস্যদের ভূমিকা ।
উক্ত প্রশিক্ষণের অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান তাদের নিজ নিজ রক্ষাগোলা সংগঠনে গিয়ে উঠান বৈঠক, মাসিক সাধারণ সভায় কিশোরী-যুবতী-নারীদেরকে সচেতন করার জন্য আলোচনা করবে বলে মত প্রকাশ করে।