• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ জুন, ২০২৩

দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আগাম নির্বাচন নিয়ে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন এগিয়ে আনার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে। মানুষ ভোট দিলে আবার ক্ষমতায় আসব। না দিলে নাই।

প্রধানমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, নির্বাচন কমিশন যখন ঘোষণা দেবে তখন নির্বাচন হবে। মানুষ ভোট দেবে।

শেখ হাসিনা বলেন, দেশি-বিদেশি কিছু মানুষ হয়ত নৈরাজ্যের চেষ্টা করবে। দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু আমার প্রশ্ন, দেশের সচেতন নাগরিকরা কেন এসব নিয়ে চিন্তা করবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার আত্মবিশ্বাস আছে। দেশের উন্নয়ন করেছি। দেশের মানুষের জন্য কাজ করেছি। এখন পছন্দ হলে ভোট দেবে, আর না দিলে চলে যাবো।

আওয়ামী লীগের সময়ে দেশে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, চারবার আমরা ক্ষমতায় এসেছি। আমরা কিন্তু অন্যদের মতো ক্ষমতা ভোগ করিনি। দেশের উন্নয়ন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ