• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিমের বাড়িতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

দেশের আওয়াজ ডেস্কঃ / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাড়িতে গেছেন। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে তিনি নাদিমের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবরের সদস্যদের সান্ত্বনা জানান।

স্থানীয় প্রশাসনের ভূমিকা সম্পর্কে কামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা জানি স্থানীয় প্রশাসন সবাই মিলেই চেষ্টা করছে। যারা হত্যাকারী ও যারা সহযোগিতাকারী তারা সাবই ধরা পড়বে। আমি নিজেও দাবি করি, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের যে অধিকার লঙ্ঘিত হয়েছে, সে অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যা আইনি প্রক্রিয়া, সেটা সঠিকভাবে পরিচালিত হবে। এর মাধ্যমেই যারা অন্যায় করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, ঘটনার সময় চেয়ারম্যানের ছেলে কিভাবে মাথায় আঘাত করেছিল। সেগুলো আমরা সবাই জানি। এখন তিনি (চেয়ারম্যানের ছেলে) পালিয়ে আছেন। আমার বিশ্বাস তিনি পালিয়ে থাকতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাদিমের পরিবারের পাশেই রয়েছেন। ইতিমধ্যে সেই প্রমাণ পাওয়া গেছে। তাই আমি বিশ্বাস করি, অপরাধীরা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়বেন। সেটা সময়ের অপেক্ষা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপপরিচালক সুম্মিত পাইক, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ