• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্কঃ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। পণ্য ও সেবার মূল্যের বিচারে হংকং, লন্ডন ও নিউইয়র্ককের মতো শহরগুলোকে পেছনে ফেলে ওই তকমা পায় এশিয়ার এ শহরটি।

মঙ্গলবার বৈশ্বিক সম্পদ ও জীবনধারা সংক্রান্ত এক প্রতিবেদনে প্রকাশিত তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। প্রথমবারের মতো এই শহরটি বিশ্বের ব্যয়বহুল শহরের তকমা জিতেছে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গাড়ি ও প্রয়োজনীয় স্বাস্থ্য ইনস্যুরেন্সের দাম সিঙ্গাপুরে গড়ে ১৩৩ ও ১০৯ শতাংশ বেড়েছে। জুলিয়াস বায়ের-এর ‘গ্লোবাল ওয়েলথ এন্ড লাইফস্টাইল’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনী ১২টি পণ্য ও আটটি সেবার দামও বেড়েছে দেশটিতে।

বর্তমানে সিঙ্গাপুরে আবাস্থল, পড়াশোনা ও জীবনযাপন ব্যয় বেশ বেড়েছে। এ কারণে দেশটি ছেড়ে অনেকেই পাশের দেশ মালয়েশিয়ায় ছুটছেন।

চীনের সাংহাই আছে ব্যয়বহুল শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে। তৃতীয় স্থানে রয়েছে হংকং।

সূত্র : আজকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ