প্রতিটি মানুষের স্বপ্ন থাকে,বিবেক থাকে,কর্মস্পৃহা থাকে, কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। প্রতিশ্রুতি আর কর্মস্পৃহা দেখাতে গেলে শ্রম দিতে হয়,কথা রাখলে নীতি আর বিবেক থাকতে হয়, যে ব্যক্তি কতা দিয়ে কথা রাখেন তিনি প্রতিশ্রুতিশীল,এসব করতে গেলে অনেক প্রতিবন্ধকতা থাে প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। এমনই একজন ব্যক্তি হচ্ছেন ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক আরমান । যিনি নির্বাচিত হবার আগে মানুষকে কথা দিয়েছিলেন এলাকার উন্নয়ন করবেন,আর নির্বাচিত হওয়ার পর থেকে জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করছেন। অল্পদিনের মধ্যেই নিজেকে একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।
জনগনের দায়িত্ব সঠিক ভাবে পালন
সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ইচ্ছা বাস্তবায়নের জন্য তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সমন্বয়ে ইউপি উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।
দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নে বরাদ্দ আসা টিআর, কাবিখা, চল্লিশ দিনের কর্মসূচী, টিসিবি পণ্যের সুষ্ঠু বিতরণ, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।তাঁর উদার রাজনৈতিক নীতির কারনে ইউনিয়নের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা পাচ্ছেন। তিনি ইউনিয়নের শতবর্ষী কাঠ গোলাপ গাছের সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের কার্যক্রম ছাড়াও প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সাথে দেওয়া কথা এবং কাজে মিল রাখতে ঝাপারকান্দা ওয়ার্ডের রাস্তা নির্মাণ করেছেন। ইউনিয়ন এর সবচাইতে দুর্যোগপূর্ণ এলাকা ঝাপারকান্দা।
নদী ভাঙ্গনের ফলে এই অঞ্চলের রাস্তাঘাট বাড়িঘর বেশি অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।
এখানে বাড়িঘর রাস্তাঘাট যাই দেখা যায় সবই স্থানান্তর করে নতুন স্থানে স্থাপন করা হয়েছে।
তাই এ গ্রামের প্রতি সর্বোচ্চ দৃষ্টি রাখতে গিয়ে এ এলাকার রাস্তা সংস্কারের কাজ করেছেন।গুলজারের ঘাট থেকে টাওয়ার পর্যন্ত রাস্তা,মধুমারী ও ২নং কুষ্টিয়া ইউনিয়নের দরি-কুষ্টিয়া গ্রামের সংযোগ ১কিলোমিটার সড়ক নির্মাণ যা মধুমারী থেকে দড়ি কুষ্টিয়া এর দুরত্ব প্রায় ৮ কি:মি: কমে যাবে।এই রাস্তাটি হওয়ায় মধুমারীর জনগন সহজে বিদ্যাগঞ্জ বাজার যেতে পারবে এবং বিদ্যাগঞ্জ এর জনগণ সহজেই অষ্টধার আসতে পারবে বলে জানান এলাকাবাসী। মধুমারীর চর হতে পাশ্ববর্তী কুষ্টিয়া ইউনিয়নের দরি-কুষ্টিয়া পশ্চিম পাড়া পর্যন্ত নতুন রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে।
সুত্র জানিয়েছেন ১নং অষ্টধার ইউনিয়নকে সুন্দর এবং আধুনিক ইউনিয়ন গড়ার চেষ্টায় বর্তমান পরিষদের সকল সদস্য উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান। অল্প কিছুদিনের মধ্যেই নিম্নোক্ত কাজগুলো বাস্তবায়ন করা হবে যা ইতিমধ্যেই টেন্ডার হয়েছে বাকী দু একটি কাজ অতি দ্রুত টেন্ডার হবে। চেয়ারম্যানের মেধায় বর্তমান পরিষদ যোগাযোগ ব্যবস্থা এবং রাস্তাঘাটের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। সুত্র আরো জানান ইতিপূর্বে সাবেক চেয়ারম্যানগণ যে রাস্তাগুলো করে গেছেন সেগুলোও উন্নয়ন করা হবে এবং যে কাজগুলোতে উনারা বাধার সম্মুখীন হয়েছেন সে বাধা গুলো দূর করে সে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে শ্রম দিয়ে যাচ্ছেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান।
ইউনিয়নের এক বাসিন্দা বলেন, এমদাদুল হক আরমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মাদকের আসর বসতো, কিন্তু তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এসব অপরাধ কমে গেছে।আরেক বাসিন্দা বলেন, আমাদের সুখে-দু:খে চেয়ারম্যান কে সবসময়ই সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক ও নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে অল্পদিনেই তিনি নিজেকে কর্মীবান্ধব ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সব শ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।তিনি অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাত্র কিছু দিনের মাথায় তার প্রিয় ইউনিয়নকে উন্নয়নের মাস্টার প্ল্যানের আওতায় এনে ব্যাপক উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নিয়েছেন। দৃশ্যপট পরিবর্তন করেছেন ইউনিয়ন পরিষদের। মেধা,মনন, কর্ম প্রয়াস শ্রম ও ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন সফলও হয়েছেন।
চেয়ারম্যান এমদাদুল হক আরমান মনে করেন যাদের ভোটে তিনি জনপ্রতিনিধি হয়েছেন তারাই তার এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা। তাই তাদের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করতে চান।