• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ অপরাহ্ন

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৯ জুন, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে আটটায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের অনুরোধে প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যান শ্রমিকরা।

জানা যায়, গত কয়েকদিন ধরে শ্রমিকরা জুন মাসের বেতন ও ঈদ উল আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ।

প্রতিদিনের মতো সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এসময় আবারও কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার মহাসড়কে অবস্থান নেন।

কারখানার মালিকপক্ষ জানায়, তারা শ্রমিকদের সাথে কথা বলছেন। কয়েকদিনের মধ্যে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ