• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

সৌদির বাদশার অতিথি হয়ে হজ করবেন ৯০ দেশের ১৩০০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৮ জুন, ২০২৩

কয়েকদিন পরই শুরু হবে হজ। আজ সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঠিক হবে দিনক্ষণ। এবারের হজে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর অতিথি হয়ে হজ করার সুযোগ পাবেন ৯০ দেশের ১৩০০ জন।

প্রতি বছর সৌদি আরবে বাদশার অতিথি হয়ে অনেকে হজ করার সুযোগ পান। এবারও এসব ব্যক্তি সেই সুযোগ পাচ্ছেন। শনিবার বাদশাহ সালমান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। খবর সৌদি গেজেটের

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে বাদশা এবার ৯০ দেশের ১ হাজার ৩০০ হজযাত্রীকে নিজ খরচে হজ করাবেন। দুই পবিত্র মসজিদের অভিভাবক অতিথি প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীদের হজের সমস্ত ব্যয়ভার বহন করবে সৌদি সরকার।

সৌদি বাদশার অতিথিদের হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইসলামিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী আব্দুললতিফ আল-আসেখ। তিনি বলেন, মুসলিম এবং ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে এটি তারই প্রতিফলন।

আব্দুললতিফ আরও বলেছেন, ‘এই অসাধারণ আয়োজন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজার খানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।’

যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। তাদের ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছে দেশটি।

এর আগে এ মাসের শুরুতে ফিলিস্তিনের এক হাজার মুসলিমের হজের ব্যবস্থা করার জন্য নির্দেশনা জারি করেন বাদশাহ সালমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ