• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

বগুড়ায় তারুণ্যের সমাবেশ বাধাগ্রস্ত করার অভিযোগ বিএনপির

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৮ জুন, ২০২৩

আগামীকাল সোমবার (১৯ জুন) বগুড়ায় বিএনপি যে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে সেটা বাধাগ্রস্ত করতে পুলিশ কাজ করছে বলে অভিযোগ করেছে দলটি।

রোববার (১৮ জুন) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেল যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই অভিযোগ করেন।

বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিএনপির তারুণ্যের সমাবেশ। এই দুই বিভাগের জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বাকস্বাধীনতা রক্ষা ও দেশ বাঁচাতে ডাকা তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আয়োজন প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, ‘বগুড়ায় স্মরণীয় সমাবেশ হবে। এই সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ধুনটে শনিবার রাতে থানায় একটি গায়েবি মামলা করেছে। এ মামলায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৬ জনের নাম উল্লেখ করে বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে।’

তিনি পুলিশের এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘বিগত ১৫ বছর ধরে দেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারছে না। আওয়ামী লীগ ছাড়া কাউকে কোনো চাকরি দেওয়া হয় না। এতে তরুণ সমাজ চরম ক্ষুব্ধ। একারণে কোনো বাধা তারুণ্যের সমাবেশ ঠেকাতে পারবে না।’

সব ধরনের বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদসহ জেলা নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ