• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

নাইজেরিয়ায় ১১ কৃষককে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৭ জুন, ২০২৩

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কৃষি খামারে হামলা চালিয়ে ১১ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী। শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনজন চরমপন্থা বিরোধী মিলিশিয়া সদস্য জানায়, বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরে কুয়াইয়ানগিয়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আক্রমণকারীরা এসে খামারগুলিতে হামলা চালিয়ে ১১ জন কৃষককে ধরে নিয়ে তাদের গলা কেটে হত্যা করে।

মিলিশিয়া নেতা উমর আরি বলেন, কাছাকাছি মোলাই গ্রামের সৈন্য ও মিলিশিয়া বাহিনী যাতে টের না পায় তাই হামলাকারীরা বন্দুক ব্যবহার না করে ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করেছে।

মিলিশিয়া নেতা বাবাকুরা কুলো বলেন, জঙ্গিরা ক্ষেতে কাজ করা ১১জন কৃষককে আটক করে তাদের জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে পিছমোড়া করে হাত বেঁধে গলা কেটে দেয়।
নিহতরা সবাই পার্শ্ববর্তী ডালওয়া গ্রামের, যেখানে চরমপন্থী হামলা থেকে বাঁচতে শত শত মানুষ মাইদুগুড়িতে পালিয়ে গিয়েছিলো। কয়েকমাস ধরে আবার ফিরে আসছিলো তারা।

গত মাসেও ক্যামেরুনের সীমান্তবর্তী বোর্নো রাজ্যের বাংকি জেলায় দুটি পৃথক হামলায় সাতজন কৃষক নিহত এবং ২২ জনকে অপহরণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ