• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দদের উদ্যোগে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে হত্যাকান্ডে জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলম মওলা, কোষাধাক্ষ্য এম লিটন উজ জামান, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজটুয়েন্টিফোর টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বাংলানিউজ টুয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে আর কত সাংবাদিকরা হত্যার স্বীকার হবেন? গুটি কয়েক সন্ত্রাসীদের কর্মকান্ডে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছে। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবী জানায়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।”

গত বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ