• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ অপরাহ্ন

সাংবাদিক নাদিমের প্রথম জানাজা সম্পন্ন

দেশের আওয়াজ ডেস্কঃ / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

জামালপুরের বকশিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত গোলাম রাব্বানী নাদিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল দশটায় বকশিগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় উপজেলার গরুহাটি কাচারিপাড়ায় নাদিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় পাটহাটি মোড়ে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। হামলায় নাদিম গুরুতর আহত হন। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ