• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৪

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

চট্টগ্রামে কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দশ কেজি সোনাসহ চারজনকে প্রেফতার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, একই এলাকার বাসিন্দা চারজনের মধ্যে দম্পতিও আছেন। সোনা গলিয়ে টুকরো ও দন্ডাকৃতির করে তারা সেগুলো হেফাজতে রেখেছিলেন। শুক্রবার সকালে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন চেকপোস্টে বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- নারায়ন ধর (৩৮) ও তার স্ত্রী জুলি ধর (৩৫) এবং অলক ধর (২৩) ও গীতা ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে মারশা পরিবহনের একটি বাসে চার যাত্রীর ব্যাগে তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করা হয়। টুকরো-দন্ডাকৃতির স্বর্ণগুলোর ওজন প্রায় দশ কেজি। তবে এসব সোনা হেফাজতে রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ