• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন

টসে হেরে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৪ জুন, ২০২৩

আজ ১৪ জুন বুধবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। ২০১৯ সালের পর এই প্রথম সফরকারীদের সাথে সাদা পোশাকের খেলায় মুখোমুখী হচ্ছে টাইগাররা। সকাল সাড়ে নয়টায় এ ম্যাচের টস অনুষ্ঠিত হয়। আর টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী।

আফগানদের বিপক্ষে এ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন। এদিকে কোমরের ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গতকাল এক বিবৃতিতে টাইগারদের ওয়ানডে অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। এ ম্যাচে সদ্য ইনজুরি থেকে ফেরা পেসার তাসকিন আহমেদের খেলা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে একাদশে রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

সফরকারী আফগানদের দলে নেই তাদের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এছাড়াও আইপিএলে আল ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা এ সিরিজে।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ