• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন

সিলেট-রাজশাহী সিটির নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের

দেশের আওয়াজ ডেস্কঃ / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১২ জুন, ২০২৩

আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১২ জুন) বিকেলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার পর এই ঘোষণা দেন ইসলামী দলটির আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।

এরআগে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত হন। এই হামলার প্রতিবাদে বরিশালে নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তাৎক্ষণিক ঢাকায় বিক্ষোভ করেছেন চরমোনাই পীরের কর্মী-সমর্থকরা।

এদিকে নির্বাচনে অনিয়মের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনেরও পদত্যাগ চেয়েছেন চরমোনাই পীর। আর মেয়রপ্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সারাদেশে জেলায়-জেলায় বিক্ষোভেরও ডাক দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ