• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দেশের আওয়াজ ডেস্কঃ / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১২ জুন, ২০২৩

জয়পুরহাটে স্ত্রী হত্যার ২১বছর পর স্বামী জয়মুদ্দিন জদ্দির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১২ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আব্বাস উদ্দীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি জয়মুদ্দীন আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের মৃত কোকরা সাখিদার এর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২০ আগষ্ট সকালে আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের জয়মুদ্দীন জদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগমকে পারিবারিক কলহের জেরে হত্যা করে বাড়ির পার্শে পুকুরে লাশ গোপন করে। পরবরতীতে আনোয়ারাকে তার মেয়ে খুঁজে না পেয়ে তার মামা আ. রহমানকে খবর দেয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আনোয়ারার লাশ পুকুরে ভাসতে দেখে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ারার ভাই আ. রহমান বাদী হয়ে ভগ্নিপতি জয়মুদ্দিনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দিলে আদালত শাক্ষী প্রমানের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ৩০২ ধারা মোতাবেক তাকে মৃত্যুদন্ডও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ