রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১১জুন) ভোররাতে বানেশ্বর হাইস্কুল মার্কেটের “ফ্রেন্ডস টেলিকম ’ এই চুরির ঘটনা ঘটে।
‘ফ্রেন্ডস টেলিকম’ স্বত্বাধিকারী ইমদাদুল ও আমির হামজা জানান, প্রতিদিনের ন্যায় গত শনিবার(১০জুন) রাত ১০টার দিকে দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান। পরদিন রবিবার (১১জুন) সকালে পুনরায় দোকান খুলতে গেলে তিনি কেচি গেট খোলা দেখতে পান। এ সময় তার সন্দেহ হলে পার্শ্ববর্তী দোকানিদের ডেকে জিজ্ঞাসা করে বলেন দোকানের তালা কে খুলেন। পরে দোকানে প্রবেশ করে দেখা যায়, দোকানের তালা খুলে কে বা কারা প্রায় ২৪০টি দামি রেডমি ও ভিভো স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে । একই সঙ্গে দুর্বৃত্তরা ক্যাশবাক্স ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুঠিয়া-দুর্গাপুরের সার্কেল এসপি, পুঠিয়া থানার তদন্ত ওসি, অফিসার, ফোর্সসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী বলেন, দোকানের ভেতরে সিসি ক্যামেরা ছিল। ঘটনাটি সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে। ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগতভাবে ব্যাবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।
এ দিকে, বানেশ্বর বাজারের একাধিক ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতের বেলা ‘সার্বক্ষণিক নাইট গার্ড দ্বারা পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও তৈলের ড্রাম, হার্ডওয়াড, মুদি দোকানসহ বিভিন্ন স্থানে মার্কেটের একাধিক মোবাইলের দোকান প্রায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত বানেশ্বর বাজার ব্যবসায় সমিতি ও প্রশাসন মোবাইল ফোনও উদ্ধার কিংবা কোনো চোরকে ধরতে সক্ষম হয়নি। #