• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন

পেঁয়াজের সরবরাহ বেড়েছে, স্বস্তি মিলছে না আদা-রসুনের দামে

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৯ জুন, ২০২৩

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকারও বেশি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা আর আমদানির পেঁয়াজের কেজি ৬৫ টাকা। সুখবর নেই আদার দামে। বিক্রি হচ্ছে মানভেদে ৩২০ টাকা পর্যন্ত। নাগালে রয়েছে ডিম ও সবজির দাম। শুক্রবার (৯ জুন) বাজারে ভোক্তাদের নজর পেঁয়াজসহ অন্য মসলার দামে।

জানা যায়, গত ৫ জুন পেঁয়াজ আমদানির অনুমোদনের পর বাজারে সরবরাহ বেড়েছে। এতে দামও কমেছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হলেও এখন তা কেনা যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। আমদানির পেঁয়াজ ৬৫ টাকা। টিসিবির হিসাব অনুযায়ী এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে সাড়ে ৬ শতাংশ পযন্ত।

সাপ্তাহিত ছুটিতে রাজধানীর কাওরান বাজারে আসেন রাজু মোল্লা নামর এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। জানতে চাইলে তিনি বলেন, গত সপ্তাহে পেঁয়াজ কেজিদরে ১০০ টাকার উপরে কিনেছি। আজকে বাজারে পেঁয়াজ বিগত দিনের চাইতে অনেকটা কম দামেই পাচ্ছি।

এদিকে স্বস্তি মিলছে না আদা, রসুনের দামে। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে মানভেদে ২৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। আমদানির রসুন ১৮০ আর দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। বিক্রেতারা কম সরবরাহের কথা বললেও এমন কথাকে অযুহাত হিসেবে দেখছেন ভোক্তারা।

তবে বাজারে কমেছে ডিমের দাম। ফার্মের মুরগীর ডিম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকা ডজনে। বেগুন, করলা, পটলের দামেও স্বস্তি মিলছে। কেনা যাচ্ছে ৪০ টাকার মধ্যে। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ