• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন

‘আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত বিএনপির বিরুদ্ধে সব মামলা মিথ্যা‘

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৯ জুন, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে- আইনমন্ত্রীর এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা মিথ্যা ও হয়রানিমূলক।

রিজভী দাবি করেছেন, গত ২১ দিনে সারাদেশে একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির আট শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। শতাধিক মামলায় আসামি করা হয়েছে প্রায় ১০ হাজার নেতাকর্মীকে।

শুক্রবার (৯ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

রিজভী জানান, দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশে সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালনকালে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, গত ১৯ মে থেকে গতকাল ৮ জুন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ১৭১টি মামলা হয়েছে। এসব মামলায় ৮০২ জনে অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আসামি করা হয়েছে ছয় হাজার ৯১৫ জনের বেশি নেতাকর্মীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ