• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

পুঠিয়ায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৭ জুন, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের পুঠিয়া উপজেলা প্রতিনিধির ব্যবস্থাপনায় বুধবার (৭ জুন) সকাল ১০ টায় পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, পবা হাইওয়ে থানার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম, দৈনিক রাজশাহী প্রতিনিধি পত্রিকার সম্পাদক বিজয় কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উৎযাপন ও হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদের পুঠিয়া উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি হাসমত দৌলা, জাতীয় সাংবাদিক সংস্থার পুঠিয়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক মো: মেহেদী হাসান, আরিফুল ইসলাম, নজমুল ইসলাম ঠান্টু, এসএম সুমন, আমিউর রুমী, মিলন সরকার, আকাশ ঘোষ, তাহামীম নূর হামিম, নাহিদ হাসান, আল আমিনসহ প্রমূখ। বক্তরা বলেন, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশনার শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে গণমানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে আসছে। সকলেই এই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বজলুর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ