• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

দেশের আওয়াজ ডেস্কঃ / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা থেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই অবস্থার সৃষ্টি হয়।

জানা যায়, কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হক ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ চলছে।

এ সময় বঙ্গবন্ধু স্কয়ারে নির্মিত স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের সভা মঞ্চ, তৌরণ ভেঙে ফেলে সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীরা। এর জেরে দুই পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। মহাসড়কের দক্ষিণাংশে আটগ্রাম থেকে আমজাদের বাজার পর্যন্ত, উত্তর পাশে কালীর বাজার থেকে হাড়িসর্দার বাজার পর্যন্ত দীর্ঘ যানজটে ভোাগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, পরিস্থিতি এখন শান্ত। পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উভয় পক্ষের ইট পাটকেলে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সঠিক সংখ্যা কত বলা যাচ্ছে না। পাশাপাশি তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ