• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

‘কূটনীতিকরা কূটনৈতিক রীতি লঙ্ঘন করলে ব্যবস্থা’

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৫ জুন, ২০২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো বিদেশি কূটনীতিক বাংলাদেশে কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সম্প্রতি কয়েকজন কূটনীতিকের বিএনপি কার্যালয়ে গমনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (৫ জুন) আরেক প্রশ্নের জবাবে আলম বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ছয় মার্কিন কংগ্রেসম্যানের লেখা চিঠিতে অনেক ‘অতিরঞ্জন, তথ্যের অভাব ও অসঙ্গতি’ রয়েছে।

তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এলে আগামী দিনে এ ধরনের কর্মকান্ড বাড়তে পারে। ‘তবে আমরা এই কংগ্রেসম্যানদের সবার কাছে গঠনমূলকভাবে পৌঁছব’ বলে জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে কেন্দ্র করে সরকারবিরোধী শক্তি অপপ্রচার ও ভুল তথ্য প্রচারে লিপ্ত হয়েছে। মূলধারার মিডিয়ার এসব তথ্য যাচাই ও বিবেচনাবোধের সাথে কাজ করার একটি বড় দায়িত্ব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ