• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

বাঘায় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ক্যাবল নেটওয়ার্ককর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৪ জুন, ২০২৩

রাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ক্যাবল নেটওয়ার্ককর্মী পিন্টু হোসেনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোৎজয়রামপুর গ্রামের ফিদু প্রামানিকের ছেলে পিন্টু হোসেন (২৫) স্থানীয় এক ক্যাবল নেটওয়ার্ক ব্যাবসায়ীর কর্মী হিসেবে কাজ করেন।

সে বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় তার মাজার বেল্ট ছিঁড়ে পাকা রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎক তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পিন্টু ৫ মাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন বাজুবাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ