• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

গণমাধ্যমে ইমরানের সংবাদ প্রকাশে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৪ জুন, ২০২৩

পাকিস্তানি গণমাধ্যমে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কোন সংবাদ প্রকাশ করতে নিষেধ করেছে দেশটির সেনাবাহিনী।

শনিবার (৩ জুন) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমস জানায়, মার্কিন গণমাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদন অনুসারে চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে পাকিস্তানের বিশিষ্ট গণমাধ্যমগুলোর মালিকদের সাথে এক গোপন বৈঠকে এ নিষেধাজ্ঞা দেয় দেশটির শক্তিশালী সামরিক বাহিনী। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত যে কোন সংবাদ বন্ধ করার নির্দেশ দেয় সেনাবাহিনী।

দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী যে নিষেধাজ্ঞা জারি করেছে তা দেশের অর্ধ ডজনেরও বেশি সাংবাদিক নিশ্চিত করেছেন।

এক সূত্রের বরাত দিয়ে ইন্টারসেপ্ট বলছে, এই বিষয়ে সামরিক বাহিনী কোন লিখিত নির্দেশনা না দিলেও দেশটিতে ২ জুন থেকে ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি একটি আদেশ জারি করে, যেখানে বলা হয়, ‘ঘৃণাত্মক, দাঙ্গাবাজ, তাঁদের সহায়তাকারী এবং অপরাধীদের’ সংবাদ প্রকাশ করা যাবে না।

নির্দেশনায় ইমরান খানের নাম সরাসরি না থাকলেও এর অর্থ স্পষ্ট বলে মনে করছেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ